ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জনের প্রাণহানির ঘটনায় দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট ও অধস্তন আদালতে এই নির্দেশ পাঠানো হয়। সকল আদালতে বিচার কার্যক্রমের শুরুতে এক মিনিট নীরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১টার পর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে স্কুল ভবনে আছড়ে পড়ে। ঘটনাস্থলে আগুন লেগে যায়। এতে স্কুলের অনেক ছাত্র-ছাত্রীসহ মোট ২৭ জন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধার ও চিকিৎসার জন্য ফায়ার সার্ভিস, বিজিবি, সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারসহ বিভিন্ন বাহিনী দ্রুত কার্যক্রম চালায়।
দুর্ঘটনার পর নানা হাসপাতালে শতাধিক আহতের চিকিৎসা চলছে। এ ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।
এই মর্মান্তিক ঘটনার স্মরণে বিচার বিভাগের উদ্যোগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News