ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:41 AM, 28 July 2025.
Digital Solutions Ltd

অস্ট্রেলিয়ার ডেভিডের দ্রুততম সেঞ্চুরিতে সিরিজ নিশ্চিত

Publish : 02:41 AM, 28 July 2025.
অস্ট্রেলিয়ার ডেভিডের দ্রুততম সেঞ্চুরিতে সিরিজ নিশ্চিত

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

অস্ট্রেলিয়ার টিম ডেভিড আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম শতক হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছেন। তার এই দানবীয় ইনিংসের দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে অজিরা।

শুক্রবার স্যান্ট কিটসে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপও ক্যারিয়ারের ৪৬তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করে দলকে শক্তিশালী স্কোরে পৌঁছে দেন। ৫৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। ব্রান্ডন কিংও ৬২ রান যোগ করেন।

অস্ট্রেলিয়া জবাবে শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল। ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুললেও, এরপর টিম ডেভিড ও মিচেল ওয়েনের জুটি দৃঢ়তা আনে। ডেভিড মাত্র ৩৭ বলে ১১ ছক্কা ও ৬ চারের মারে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পূরণ করেন। এটি অজিদের হয়ে দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ড ছিল জশ ইংলিসের ৪৩ বলে।

ডেভিড ও ওয়েনের জুটিতে আসে ১২৮ রান, যা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি হিসেবে নতুন রেকর্ড স্থাপন করে। মিচেল ওয়েন ১৬ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন।

ফলে, ২৩ বল হাতে রেখে অজিরা জয় পায় এবং ৫ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিজেদের জয় নিশ্চিত করে।

ক্যারিবীয়দের হয়ে রোমারিও শেফার্ড ৩৯ রান খরচায় ২ উইকেট নেন। কিন্তু বোলিং আক্রমণ যথেষ্ট কার্যকরী না হওয়ায় বড় রান পাওয়ার পরও জয় হাতছাড়া হয় ক্যারিবীয়দের।

প্রথম দুই ম্যাচে ৩ ও ৮ উইকেটের পরাজয়ের পর তৃতীয় ম্যাচে হেরে সিরিজ হারায় ওয়েস্ট ইন্ডিজ। আগামী ম্যাচগুলোতে নিজেদের খেলা শক্তিশালী করার সুযোগ পাবেন তারা।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১