ছবি সংগৃহীত
অস্ট্রেলিয়ার টিম ডেভিড আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম শতক হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছেন। তার এই দানবীয় ইনিংসের দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে অজিরা।
শুক্রবার স্যান্ট কিটসে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপও ক্যারিয়ারের ৪৬তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করে দলকে শক্তিশালী স্কোরে পৌঁছে দেন। ৫৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। ব্রান্ডন কিংও ৬২ রান যোগ করেন।
অস্ট্রেলিয়া জবাবে শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল। ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুললেও, এরপর টিম ডেভিড ও মিচেল ওয়েনের জুটি দৃঢ়তা আনে। ডেভিড মাত্র ৩৭ বলে ১১ ছক্কা ও ৬ চারের মারে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পূরণ করেন। এটি অজিদের হয়ে দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ড ছিল জশ ইংলিসের ৪৩ বলে।
ডেভিড ও ওয়েনের জুটিতে আসে ১২৮ রান, যা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি হিসেবে নতুন রেকর্ড স্থাপন করে। মিচেল ওয়েন ১৬ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন।
ফলে, ২৩ বল হাতে রেখে অজিরা জয় পায় এবং ৫ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিজেদের জয় নিশ্চিত করে।
ক্যারিবীয়দের হয়ে রোমারিও শেফার্ড ৩৯ রান খরচায় ২ উইকেট নেন। কিন্তু বোলিং আক্রমণ যথেষ্ট কার্যকরী না হওয়ায় বড় রান পাওয়ার পরও জয় হাতছাড়া হয় ক্যারিবীয়দের।
প্রথম দুই ম্যাচে ৩ ও ৮ উইকেটের পরাজয়ের পর তৃতীয় ম্যাচে হেরে সিরিজ হারায় ওয়েস্ট ইন্ডিজ। আগামী ম্যাচগুলোতে নিজেদের খেলা শক্তিশালী করার সুযোগ পাবেন তারা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News