ছবি সংগৃহীত
ক্রিকেট অঙ্গনে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান।
আগের ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হওয়া বাংলাদেশ অলরাউন্ডার আজ টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন। তবে তার দলের জয় এসেছে করিমা গোরের ঝড়ো ব্যাটিংয়ের কারণে।
বারবাডোজ রয়্যালসের বিপক্ষে ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে অ্যান্টিগা ও বারবুডা ফালকন্স ৬ উইকেটে জয় অর্জন করেছে। দলের চতুর্থ উইকেট হারানোর পর ১২২ রানে তখন দরকার ছিল মাত্র ৩২ রান ১৭ বলে। এই চাপের মধ্যে করিমা গোর ৫৩ বল খেলে ৬৪ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। পঞ্চম উইকেটে তার সঙ্গ দেন ফ্যাবিয়ান অ্যালেন, যিনি ১১ রান করে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে অ্যান্টিগা ৫৭ রানে ২ উইকেট হারালে সাকিব ব্যাট করতে নেমেছিলেন। তিনি ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। আগের ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ১১ রান। বল হাতে ও তিনি সফল হননি; বারবাডোজের ১৫১ রানের ইনিংসে এক ওভার বল করে ১৪ রান দিয়ে আর বোলিং করেননি।
বারবাডোজের ইনিংসের নেতৃত্ব দেন ডি কক ও রভম্যান পাওয়েল। ওপেনিংয়ে নেমে ডি কক ৪৫ বলে ৫৭ রান করে দলের শক্ত ভিত্তি স্থাপন করেন। দলপতি রভম্যান পাওয়েল ২৪ বলে ৫১ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৫টি ছয়ের মার। দলের তৃতীয় সর্বোচ্চ রান আসে কাদীম অ্যালেইনের ব্যাট থেকে, যিনি ২০ বলে ১৩ রান করেন।
অ্যান্টিগার হয়ে দুইটি করে উইকেট নেন জায়দেন সিলস ও ওবেদ ম্যাককয়, এছাড়া ইমাদ ওয়াসিম ও আল্লাহ গজনফর নেন একটি করে উইকেট।
ফলাফল স্পষ্ট—সাকিবের ব্যর্থতা হলেও করিমা গোরের ব্যাটে জয়ের পথ খুলে দেয় অ্যান্টিগা দলের জন্য। এই জয় নিশ্চিত করে যে দলের নির্ভরযোগ্য ব্যাটাররা দারুণ পারফরম্যান্স দিতে পারলে সাকিবের সামান্য ব্যর্থতা দলকে সমস্যায় ফেলতে পারবে না।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News