ছবি সংগৃহীত
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডেতে খেলছেন ভারতীয় দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি বছরের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে হঠাৎ তাদের নাম উধাও হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে আলোচনা সৃষ্টি হয়েছে।
ইংল্যান্ডের উইজডেন ডটকমের খবরে বলা হয়েছে, র্যাঙ্কিং হালনাগাদ করার সময় কারিগরি ত্রুটি ঘটেছিল। আইসিসি জানায়, “এই সপ্তাহের র্যাঙ্কিংয়ে কিছু বিষয় পর্যালোচনার মধ্যে রয়েছে।” পরবর্তীতে রোহিত ও কোহলির নাম আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়।
আইসিসি নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি ৯-১২ মাস ওয়ানডে খেল না, তবে তার নাম র্যাঙ্কিং থেকে সরিয়ে দেওয়া হয়। টেস্টের ক্ষেত্রে সময়সীমা ১২-১৫ মাস। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি নিয়ম মেনে খেলায় রয়েছেন এবং ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্প্রতি খেলেছেন।
চলতি বছর রোহিত ৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং অধীনে ভারত পাঁচটি ম্যাচ জিতেছে। কোহলি ২০২৫ সালে সাতটি ওয়ানডে খেলেছেন। কারিগরি ত্রুটি সংশোধনের পর তাদের র্যাঙ্কিং অপরিবর্তিত থাকে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News