ছবি সংগৃহীত
টানা ৯ বছর প্রেমের পর অবশেষে ক্রিস্টিয়ানো রোনালদো প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। জর্জিনা ‘হ্যাঁ’ বলার পর ইনস্টাগ্রামে হাতে ঝলমলে আংটি পরা ছবি শেয়ার করেছেন। এরপর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন জাগেছে—এই দম্পতির বিয়ে কবে?
স্প্যানিশ টিভি শো ‘দি কোরাজোনে’-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে আংটির পাশাপাশি রোনালদো জর্জিনাকে দিয়েছেন মূল্যবান আরও কিছু উপহার—একটি পোরশে গাড়ি, ৫০ হাজার ইউরোর বেশি মূল্যের দুটি ঘড়ি এবং দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক, যার দাম ৩০ হাজার ইউরোর বেশি।
গুজমান আরও বলেন, রোনালদো বিয়ের বিষয়টি অত্যন্ত গোপন রাখছেন এবং কাউকেই আগে জানাতে চান না। শোনা গেছে, বিয়ের অনুষ্ঠান সম্ভবত ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর হবে, তখন বিশ্বকাপ শেষ হয়ে যাবে। রোনালদো তখন ৪১ বছর বয়সে বিশ্ব ফুটবলের সঙ্গে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে চাইবেন।
বিয়ের স্থান নিয়েও ইঙ্গিত দিয়েছেন গুজমান। ধারণা করা হচ্ছে, অনুষ্ঠান হতে পারে রোনালদোর নিজস্ব দেশ পর্তুগালে।
ভক্ত ও সংবাদমাধ্যম এখন বিয়ের আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষায়। তবে যা নিশ্চিত, রোনালদো ও জর্জিনার প্রেম কাহিনী বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য আগ্রহের বিষয় হয়ে আছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News