ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:31 AM, 27 July 2025.
Digital Solutions Ltd

অভিনেত্রী মৌ শিখার ফেসবুক স্ট্যাটাস: ‘আমি মরে গেলে কেউ আফসোস করবেন না’

Publish : 01:31 AM, 27 July 2025.
অভিনেত্রী মৌ শিখার  ফেসবুক স্ট্যাটাস: ‘আমি মরে গেলে কেউ আফসোস করবেন না’

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে কাজ না পাওয়ার হতাশা প্রকাশ করেছেন। আড়াই মাস ধরে প্রায় শূন্য সময় কাটানো এই শিল্পী লিখেছেন, মৃত্যুর পর কেউ যেন তার জন্য আফসোস না করে।

মঞ্চ নাটক দিয়ে কর্মজীবন শুরু করে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও কাজ করেছেন মৌ শিখা। একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করলেও বর্তমানে গড়ে ৪-৫ দিনের বেশি কাজ পাচ্ছেন না।

শুক্রবার রাতে তার ফেসবুক আইডি ‘রওশন আরা বেগম’ থেকে প্রকাশিত স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমি মৌ শিখা। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে এখন চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী?”

তিনি আরো বলেন, “অভিনয় করেই আমার সংসার চলে। বেঁচে থাকতে মূল্যায়ন না পেলে মৃত্যুর পর হয়তো কেউ আমাকে মনে রাখবে, তবে এতে কি লাভ? বেঁচে থাকতে দরকার আমার কাজের মূল্যায়ন।”

মৌ শিখা প্রশ্ন তুলেছেন কেন হঠাৎ করে তার কাজ কমে গেছে, কেন ডিরেক্টররা তাকে ডাকছেন না, অথচ তিনি রেমুনারেশনও বাড়াননি। ২৫ বছর মিডিয়ায় থাকার পরও তার পারিশ্রমিক বেশি না।

তিনি শেষবার্তা দিয়ে অনুরোধ করেছেন, “আমি মরে গেলে কেউ আমার জন্য আফসোস করবেন না, আমাকে মনে করার দরকার নেই। তবে যতদিন বাঁচি, কাজ করে যেতে চাই। সহকর্মীরা আমার পাশে দাঁড়াবেন বলে আশা করছি।”

এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন পেয়ে অভিনেত্রীকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। শিল্পী মহল ও সাধারণ ভক্তরা তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, মৌ শিখা অভিনীত ‘জমজ ভূতের গল্প’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বহু আগেই এর কাজ শেষ হলেও এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে আসেনি।

এই পরিস্থিতিতে মৌ শিখার ভবিষ্যৎ কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্বও বিশেষভাবে নজরে আনার প্রয়োজনীয়তা রয়ে গেলো।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১