ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাম্প্রতিক সাফল্যের পেছনে নিজের কোনো কৃতিত্ব নিতে রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বরং সাবেক এই অধিনায়ক পুরো কৃতিত্ব দিচ্ছেন দলের খেলোয়াড় ও কোচদের। জাতীয় দলে দায়িত্ব নেওয়ার পর থেকেই সরাসরি হস্তক্ষেপ না করে গঠনমূলক উন্নয়নের পথেই হাঁটছেন তিনি—এমনটা জানালেন বুলবুল নিজেই।
সম্প্রতি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে টাইগাররা। দুটি সিরিজেই জয় এসেছে ২-১ ব্যবধানে। দলের এমন ধারাবাহিক উন্নতির পেছনে মূল ভূমিকা রাখছেন যারা, তাদের প্রশংসায় যেন পঞ্চমুখ বিসিবির বর্তমান সভাপতি।
গতকাল (২৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “বড় পরিবর্তন আনতে গেলে কিছু ঝুঁকি থাকেই। তবে আমি এখন পর্যন্ত জাতীয় দলের কোনো ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করিনি। খেলোয়াড় এবং কোচদের অবদানেই এসব সাফল্য এসেছে। আমি শুধু চেয়েছি পেছন থেকে সিস্টেমকে মজবুত করতে।”
তিনি আরও বলেন, ঘরোয়া ক্রিকেট কাঠামো, কোচিং সাপোর্ট এবং ম্যাচ অফিসিয়ালদের মানোন্নয়নের জন্য বিসিবি কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল থেকে শুরু হয়েছে ম্যাচ রেফারিদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা, যেখানে ৩০ জন অংশগ্রহণ করছেন।
আগামীতে কোচদের উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে বিসিবি—এমন পরিকল্পনার কথাও জানান বুলবুল। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, বিভাগীয় পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তোলা এবং তরুণ প্রতিভাদের সঠিক পরিচর্যায় মনোযোগী এই সাবেক অধিনায়ক।
তার ভাষায়, “আমাদের কাজ হলো পরিবেশ তৈরি করে দেওয়া। যাতে করে ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে পারে এবং দেশের জন্য গর্বের মুহূর্ত এনে দিতে পারে।”
বুলবুলের এই নতুন নেতৃত্বে বিসিবি ভবিষ্যতের পথচলায় আরও গঠনমূলক উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলেই আশা ক্রিকেটপ্রেমীদের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News