ছবি সংগৃহীত
টালিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সামাজিক মাধ্যমে একটি সেলফি ঘিরে যে প্রেম জল্পনার সূত্রপাত, তা যেন থামছেই না। বরং প্রতিটি নতুন দৃশ্য, পার্টি বা মন্তব্যে সেই গুঞ্জনের আগুনে ঘি পড়ছে।
সবচেয়ে সাম্প্রতিক চর্চা শুরু হয়েছে ‘মৃগয়া’ সিনেমার সাফল্য উদযাপন ঘিরে। গত শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে ‘মৃগয়া’ ছবির সাকসেস পার্টিতে মুখর ছিল টালিউডের তারকার উপস্থিতি। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন পরিচালক সৃজিত মুখার্জিও, যিনি এই ছবির ‘গাইড’ হিসেবে অভিরূপ ঘোষকে পরামর্শ দিয়েছেন। সেই সূত্রেই পার্টিতে তার উপস্থিতি।
কিন্তু পার্টিতে সৃজিতের উপস্থিতির চেয়েও বেশি নজর কাড়ে তার সঙ্গে সুস্মিতা চ্যাটার্জির সময় কাটানো। সেই আয়োজনে ‘মৃগয়া’ ছবির আইটেম ডান্সে মন কাড়া সুস্মিতা ছিলেন সবার নজরে। নাচ শেষে তিনি নিজেই সৃজিতকে নাচার অনুরোধ করেন। তবে পরিচালক তখন আড্ডায় ব্যস্ত, হাসিমুখে নাচের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।
তবে তাতে খুনসুটি থেমে থাকেনি। কিছুক্ষণ পর সুস্মিতাও যোগ দেন সৃজিতের আড্ডায়। আলো-আধারির মাঝে ক্যামেরাবন্দি হয় তাদের ঘনিষ্ঠ মুহূর্ত, হাসি, চোখে চোখ রেখে গল্প। সেই মুহূর্ত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর তাতেই প্রেম জল্পনার মাত্রা বাড়ে কয়েকগুণ।
তবে এটাই প্রথম নয়। এর আগে ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে প্রেম গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সৃজিত মজা করে বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফি নিয়ে এত কিছু! রিল্যাক্স।” অন্যদিকে সুস্মিতা বলেন, “আমরা খুব ভালো বন্ধু। হ্যাঁ, খুব তাড়াতাড়ি খুব ক্লোজ হয়ে গেছি। কিন্তু প্রেম? সে তো আপনারাই ঠিক করবেন!”
তবে দর্শক-অনুরাগীরা এত সহজে এই রসায়নকে ‘বন্ধুত্ব’ বলে মানতে নারাজ। টালিগঞ্জের অন্দরমহলেও চলছে চাপা গুঞ্জন—এ কি শুধুই বন্ধুত্ব? না কি নতুন এক সম্পর্কের সূচনা?
এই মুহূর্তে যদিও দুই তারকাই সম্পর্কের বিষয়টি খোলাসা করে বলেননি, তবে টালিপাড়ার গুঞ্জনের ফিসফিসানি থামার লক্ষণও দেখা যাচ্ছে না। সৃজিত-সুস্মিতা যুগল সত্যিই কি প্রেমে, নাকি সবই ‘ফ্রেন্ডলি কেমিস্ট্রি’—তার উত্তর হয়তো সময়ই দেবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News