ছবি সংগৃহীত
বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতের আলোচিত মুখ ও প্রয়াত নায়ক জসিমের ছেলে, ব্যান্ড ওইনডের ফ্রন্টম্যান ও ভোকালিস্ট এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি জিমে তাঁর হঠাৎ হার্ট অ্যাটাক হয়। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশের ব্যান্ড কমিউনিটি ও দৃক ব্যান্ডের পক্ষ থেকে এক ফেসবুক স্ট্যাটাসে এ কষ্টকর খবর নিশ্চিত করা হয়েছে। রাতুলের সহশিল্পীরা একের পর এক শোক প্রকাশ করেছেন এবং তাঁর এই অকালমৃত্যু মেনে নিতে পারছেন না।
এ কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীতের উজ্জ্বল তারকা। ২০১৪ সালে ‘১’ এবং ২০১৭ সালে ‘২’ নামে ওইনড ব্যান্ডের দুইটি সফল অ্যালবাম তিনি মুক্তি দিয়েছেন। শ্রোতারা বিশেষভাবে তাঁর ভিন্নধর্মী কণ্ঠস্বর ও ব্যান্ডের শক্তিশালী সংগীত পরিবেশনার কারণে তাঁকে ভালোবেসে স্মরণ করবেন। গায়ক হিসেবে কেবল নয়, প্রযোজক হিসেবেও রাতুল বাংলাদেশের রক ব্যান্ডগুলোকে একাধিক সফল অ্যালবাম উপহার দিয়েছেন।
নায়ক জসিমের তিন ছেলের মধ্যে একজন এ কে রাতুল, যিনি বাবার পথ না নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সংগীত জগতে। তার ছোট ভাই রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, আর সামী ও রাতুল ‘ওইনড’ ব্যান্ডের সদস্য ছিলেন। রাতুল ছিলেন ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট, আর সামী ছিলেন ড্রামার।
সংগীতমহলে রাতুলের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। তার সৃষ্টিশীলতা ও প্রতিভাকে স্মরণ করে হাজারো শ্রোতা ও সহকর্মী শোকাহত।
আমরা সার্চ বিডি নিউজ পরিবার হিসেবে এ কে রাতুলের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News