ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্রনিহত হওয়ার দুই ঘটনায় পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু এবং সাবেক সংসদ সদস্য ড. আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত।
সোমবার (২৮ জুলাই) মিরপুর ও ধানমন্ডি থানার দুই মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক।
২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থী সুজন মাহমুদ রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছিলেন। ওই সময় আমুসহ অন্য আসামিদের ছোঁড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহতের বড় ভাই সুলতান মাহমুদ ২৩ আগস্ট মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার তদন্ত এখনও চলমান। তদন্তে আমুকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
একই আন্দোলনের অংশ হিসেবে ৪ আগস্ট ধানমন্ডির ঝিগাতলা এলাকায় আন্দোলনে অংশ নেন ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকি। বিকেল পৌনে ৪টার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় হত্যা মামলা করা হয়। গোলাপ ওই মামলার ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
বৈষম্যবিরোধী আন্দোলন গত বছর আগস্ট মাসে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 'সমান শিক্ষা, সমান বৃত্তি, সমান অধিকার' দাবিতে রাজপথে নামে। আন্দোলনে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠে, যার অংশ হিসেবে এই দুই ছাত্রনিহতের ঘটনা ঘটে।
আদালতের এ আদেশে উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচারিক প্রক্রিয়া শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামলার তদন্ত অব্যাহত রয়েছে, পরবর্তী শুনানির দিন পরে নির্ধারিত হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News