ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। রাজধানীর মিরপুর মডেল থানায় এ অভিযোগ করেছেন ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত।
থানা সূত্রে জানা যায়, অভিযোগটি লিখিত আকারে দেওয়া হলেও সেটিকে এখনো সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়নি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাসকিনের বাল্যবন্ধু একটা অভিযোগ করেছেন। তারা একে অপরের পূর্বপরিচিত। আজ ভোরে কথাকাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষির অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগে নির্দিষ্টভাবে মারধরের বিবরণ উল্লেখ নেই বলেও জানান তিনি। পুলিশ বলছে, অভিযোগটি এখনো তদন্তাধীন। প্রাথমিকভাবে এটিকে একটি ‘সিভিল মিসআন্ডারস্ট্যান্ডিং’ হিসেবে দেখলেও, সত্যতা পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, অভিযোগকারী সৈকতের ভাষ্য সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে থানার কর্মকর্তারা জানান, সৈকত নিজেই আবার থানায় যোগাযোগ করেছেন এবং পুনরায় কিছু জানাতে চান বলে ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, অভিযুক্ত তাসকিন আহমেদের বক্তব্য নেওয়ার জন্য তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তার পরিবারের তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয় বোর্ড পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে। তিনি বলেন, “সকালে বিষয়টি দেখেছি। বিসিবি সভাপতি ও ফাহিম ভাই (ক্রিকেট অপারেশন্স প্রধান) বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। এটা যদি সত্যি ঘটে থাকে, তাহলে খুবই দুঃখজনক। একজন আইকন প্লেয়ারের এসব ঘটনায় জড়ানো উচিত নয়। কী ঘটেছে, আগে সেটা নিশ্চিত হোক, তারপর বোর্ড অবস্থান নেবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, একজন জাতীয় দলের খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। আবার কেউ কেউ ঘটনাটিকে পারিবারিক বা ব্যক্তিগত বিরোধ হিসেবেই দেখছেন।
ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশের অনুসন্ধান ও বিসিবির অভ্যন্তরীণ তদন্তের ফলাফলের ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ততক্ষণ পর্যন্ত জনমনে নানা প্রশ্ন ও কৌতূহল রয়ে যাচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News