ছবি সংগৃহীত
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। মিরপুর মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিচয়ে সিফাতুর রহমান সৈকত নামের এক ব্যক্তি।
তবে অভিযোগের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তাসকিন। ‘ঢাকা পোস্ট’কে দেওয়া বক্তব্যে তিনি বলেন—
“এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু। সে আমার নামটা বলে ফেলেছে, অথচ আমার সাথে ওর কোনো ঝগড়াই হয়নি।”
এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও ব্যাখ্যা এসেছে। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন—
“তাসকিন আমাদের জানিয়েছে, সে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মধ্যে একটা মারামারি হয়েছে। তাসকিন সেখানে ছিলেন না বলেই জানিয়েছে।”
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন, তাসকিনের জড়িত থাকার বিষয়টি তারা নিশ্চিত নন।
“আমরা ক্রিকেটার এবং পুলিশের সাথে কথা বলেছি। আপনারা যদি প্রমাণ দেখাতে পারেন, আমরা তা খতিয়ে দেখবো,”— বলেন তিনি।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন জানান, অভিযোগকারী ব্যক্তি ও তাসকিন একে অপরের বাল্যবন্ধু। তিনি বলেন—
“তাসকিনের বন্ধুই অভিযোগ করেছেন। তবে তিনি স্পেসিফিকভাবে তাসকিনের নাম উল্লেখ করে মারধরের কথা লেখেননি। আজ ভোরে কথাকাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষির কথা বলেছেন।”
তিনি আরও জানান, বিষয়টি এখনও জিডি হিসেবে লিপিবদ্ধ হয়নি। পুলিশ এটি "অভিযোগ" হিসেবে গ্রহণ করে প্রাথমিক তদন্ত করছে।
“সত্যতা মিললে আমরা পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেব,”— বলেন ওসি সাজ্জাদ।
এদিকে অভিযোগকারী ব্যক্তি আবার থানায় উপস্থিত হয়েছেন। পুলিশ বলছে, তিনি আবার নতুন করে কিছু বলার ইচ্ছা প্রকাশ করেছেন। এখন তার বক্তব্য শোনা হবে এবং পুরো বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা নতুন করে আলোচনায় এনেছে তারকাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন জটিলতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা রকম তথ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব। তাসকিন নিজেকে নির্দোষ দাবি করলেও পুরো বিষয়টি তদন্তাধীন। ফলে নিশ্চিত কিছু বলার সময় এখনো আসেনি।
সার্বিকভাবে, বিষয়টির সঠিক অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে যেকোনো সিদ্ধান্তই গ্রহণ করা হোক—এটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News