ছবি সংগৃহীত
আবারও রাজনীতির মাঠে ফিরছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আর নয় বিজেপির পতাকা—সম্ভাবনা তৈরি হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার।
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ২১ জুলাইয়ের বিশাল মঞ্চে দেখা গেছে শ্রাবন্তীকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহ্যবাহী সমাবেশে উপস্থিতি ঘিরেই জোর জল্পনা—তবে কি এবার মমতার শিবিরে নাম লেখাতে চলেছেন শ্রাবন্তী?
একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন,
“এখনই কিছু বলা সম্ভব নয়। তবে যদি তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। এখনো পুরোপুরি রাজনীতিতে স্বাবলম্বী হয়ে উঠিনি। আগে বুঝে নিতে চাই।”
২০২১ সালের বিধানসভা নির্বাচনে শ্রাবন্তী বিজেপির টিকিটে বেহালা পশ্চিম আসন থেকে লড়েছিলেন। কিন্তু পরাজিত হন। সেই অভিজ্ঞতা সম্পর্কে বলেন,
“হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তাই বলেই বিজেপি ছাড়িনি, বরং অভিজ্ঞতা ভালো না হওয়ায় নিজেই সরে এসেছি।”
শ্রাবন্তী আরও জানান, বেহালা পশ্চিম তার নিজের এলাকা—সেখানেই ভোট দেন তিনি। তাই আবেগের জায়গা থাকলেও ভবিষ্যতে সিদ্ধান্ত হবে পুরোপুরি ‘বোঝাপড়ার’ ভিত্তিতে।
এদিকে শুধু শ্রাবন্তী নন, সম্প্রতি আরও কয়েকজন তারকা বিজেপি ছেড়ে ফিরেছেন তৃণমূলে। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্ত। ফলে রাজনৈতিক মহলে ধারনা করা হচ্ছে, টালিউডের এক সময়ের ‘বিজেপিমুখী স্রোত’ এখন উল্টো দিকে ঘুরছে।
অন্যদিকে, অভিনয়ের ব্যস্ততাও আছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর আগামী দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। নাম ভূমিকায় থাকছেন শ্রাবন্তী নিজেই, আর ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
রাজনীতির ময়দানে দ্বিতীয় ইনিংস শুরু হবে কিনা, তা সময়ই বলবে। তবে টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী যে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন, তাতে সন্দেহ নেই।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News