ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:24 AM, 31 July 2025.
Digital Solutions Ltd

ওয়েস্ট ইন্ডিজকে টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

Publish : 02:24 AM, 31 July 2025.
ওয়েস্ট ইন্ডিজকে টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

টেস্ট সিরিজে ধস নামানোর পর টি-টোয়েন্টি সিরিজেও আর কোনো প্রতিরোধ গড়তে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠেই দুই ফরম্যাটে হোয়াইটওয়াশ হয়ে গেল ক্যারিবীয়রা। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩–০ ব্যবধানে হারের পর, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৫–০ ব্যবধানে ক্লিনসুইপ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।

সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয় সেন্ট কিটসে। প্রথমে ব্যাট করে ১৭০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অস্ট্রেলিয়া জয় তুলে নেয় ১৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই। এই ম্যাচসহ সফরের সব ম্যাচে জয় তুলে নিয়ে অজিরা সফর শেষ করলো ৮–০ ব্যবধানে।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান শিমরন হেটমেয়ার। মাত্র ৩১ বলে ৫২ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। কিছুটা আগ্রাসী ব্যাটিং করেন শেরফান রাদারফোর্ড, ১৭ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। কিন্তু ইনিংসের শেষ তিন ওভারে মাত্র ১৫ রান করতে পারে দলটি। ফলে ১৭০ রানের মধ্যেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

অস্ট্রেলিয়ার পক্ষে বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস ৩টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। মাত্র ২৫ রানেই তারা হারিয়ে ফেলে ৩টি উইকেট। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ইনিংস ঘুরিয়ে দেন টিম ডেভিড ও মিচেল ওয়েন।

টিম ডেভিড করেন মাত্র ১২ বলে ৩০ রান, আর ওয়েন করেন ১৭ বলে ৩৭ রান। শেষ দিকে অ্যারন হার্ডির ধীরস্থির ২৫ বলে ২৮ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করে অজিরা।

ম্যাচসেরা নির্বাচিত হন বেন ডোয়ারসুইস, আর পুরো সিরিজে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স করে সিরিজসেরা হন ক্যামেরন গ্রিন। পাঁচ ম্যাচে তিনটি ফিফটি করে তার মোট সংগ্রহ ২০৫ রান।

এই জয়ে এক সফরে কোনো ম্যাচ না হারিয়ে সর্বোচ্চ জয় পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এই রেকর্ডের শীর্ষে রয়েছে ভারত, যারা ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে সব সংস্করণ মিলিয়ে ৯–০ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজের এই হার ক্রিকেট বিশ্লেষকদের চোখে দলের ভাঙাচোরা অবস্থা ও নেতৃত্ব সংকটের ইঙ্গিত। বিশেষ করে ঘরের মাঠে এমন ধারাবাহিক ব্যর্থতা ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১