ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:21 AM, 30 July 2025.
Digital Solutions Ltd

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

Publish : 02:21 AM, 30 July 2025.
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাষ্ট্রদ্রোহ, প্রতারণা এবং বেআইনি রায় প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয় এবং শুনানি শেষে সাত দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।

এই মামলার সূত্রপাত ২০১০ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মাধ্যমে, যা প্রদান করেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার কেন্দ্রে থাকা এ রায়ের বিষয়ে অভিযোগ উঠে, তা ছিল বেআইনি ও রাষ্ট্রবিরোধী, এবং এতে জাল রায় তৈরির অভিযোগও যুক্ত হয়েছে।

এ সংক্রান্ত একটি মামলা গত বছরের ২৫ আগস্ট দায়ের করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া, যা ফতুল্লা থানায় নথিভুক্ত হয়। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার অভিযোগ আনা হয়।

খায়রুল হককে গত ২৩ জুলাই ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওইদিন সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর ২৯ জুলাই ফতুল্লা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির।

সর্বশেষ ৩০ জুলাই শাহবাগ থানায় দায়ের করা অপর একটি মামলায় (বিচারকের দায়িত্বে থেকে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে) তাকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

সাবেক বিচারপতি খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণ করেন। পরে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর, চলমান রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষিতে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১