ছবি সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক সময় মারধরের অভিযোগ উঠেছিল। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। যদিও তাসকিন নিজে এই অভিযোগ অস্বীকার করে ভক্তদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
গত বুধবার সেই বিরোধের সমাধান হয়, যখন তাসকিনের অভিযোগকারী বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের সামনে এসে প্রকাশ্যে বিষয়টি মীমাংসার কথা জানান।
সৌরভ বলেন, ‘দুই পরিবার মিলে বসে মুচলেকা দিয়ে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। এটা পারিবারিক মীমাংসা। মূলত একটি কথাকাটাকাটির সূত্র ধরে এই ঘটনা ঘটে। আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। কিন্তু বুধবার আমরা পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধান করেছি। যদি আগে সমাধান করা যেত, তাহলে হয়তো সেই সময়েই সমস্যা মিটে যেত।’
তাসকিনের জন্য শুভকামনা জানিয়ে সৌরভ বলেন, ‘আমি তাসকিনের ছোটবেলার বন্ধু, সামনে তার অনেক কিছু করার আছে জাতীয় দলের জন্য। একজন প্লেয়ার হিসেবে তাকে আমি সম্মান করি, তবে বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে আমি এখন একটু ট্রমাটাইজড। তাই আমাকে সময় দিতে হবে।’
এদিকে, সৌরভের খালা ঝুমা খান জানান, ‘আমরা ৪৮ ঘণ্টার সময় চেয়েছিলাম, যা পেয়েও মুচলেকা দিয়ে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। প্রথমে পরিস্থিতি অন্যরকম ছিল, আমাদের উদ্দেশ্য ছিল তাসকিনের নিরাপত্তা নিশ্চিত করা যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। আমরা সবাই অঙ্গীকার করেছি, ভবিষ্যতে আর এমন ঘটনা হবে না। সত্যের পক্ষে থাকা সবাইকে ধন্যবাদ।’
এর আগে, অভিযোগের প্রেক্ষিতে তাসকিন নিজেও বলেছিলেন, ‘এটি ভিত্তিহীন খবর। আমার সঙ্গে আমার এক বন্ধুরই কথা-কাটাকাটি হয়েছিল। যিনি অভিযোগ করেছেন, তিনি আমার নাম ব্যবহার করেছেন। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটি আমার, আমার পরিবার এবং বন্ধুর সম্মান রক্ষার বিষয়।’
এই মীমাংসার মাধ্যমে জাতীয় দলের এই তরুণ পেসার ও তার বন্ধুর মধ্যকার ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার দিকে প্রথম ধাপ এগিয়েছে। ক্রিকেট মহলে এ ঘটনাকে ইতিবাচক সংকেত হিসেবে নেওয়া হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News