ছবি সংগৃহীত
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজ নির্ধারণী ওভাল টেস্টে মাঠের উত্তেজনা যেন নতুন মাত্রায় পৌঁছেছে। খেলার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ভারতের দুই খেলোয়াড় লোকেশ রাহুল ও আকাশ দ্বীপের বিতর্কিত আচরণ। একজন আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন, আরেকজন নিয়ম ভেঙে স্পর্শ করেছেন প্রতিপক্ষ ব্যাটারকে। ফলে আবারও সমালোচনার মুখে ভারতীয় শিবির।
লন্ডনের দ্য ওভালে চলমান এই টেস্টে দ্বিতীয় দিন শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭৫ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে ২৩ রানে পিছিয়ে থাকায় বর্তমানে এগিয়ে আছে মাত্র ৫২ রানে। তবে এই ক্রিকেটীয় হিসাব ছাড়িয়ে বেশি আলোচনায় ম্যাচের কয়েকটি বিতর্কিত মুহূর্ত।
ইংল্যান্ডের ইনিংস চলাকালীন ২২তম ওভারে প্রসিধ কৃষ্ণের একটি বল জো রুটের ব্যাট ঘেঁষে উইকেটকিপারের দিকে যায়। এতে উত্তপ্ত হয়ে কিছু বলেন ভারতীয় পেসার। উত্তরে পরের বলেই রুট পয়েন্ট অঞ্চলে চার মারেন এবং নিজেও কিছু বলেন প্রসিধকে। এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তখনই সামনে আসেন লোকেশ রাহুল।
ধর্মসেনাকে উদ্দেশ করে রাহুল বলেন, “আপনি কী চান আমরা চুপ করে থাকি?” জবাবে আম্পায়ার প্রশ্ন ছুঁড়ে দেন, “আপনি কি চাইবেন কোনো বোলার আপনার দিকে তেড়ে এসে কথা বলুক?” উত্তরে রাহুল বলেন, “আমরা কি শুধু ব্যাট আর বল করেই বাড়ি ফিরব?” উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ধর্মসেনা বলেন, ম্যাচ শেষে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
এদিকে অন্য এক দৃশ্যে, ভারতীয় তরুণ পেসার আকাশ দ্বীপ আউট হওয়া ইংলিশ ওপেনার বেন ডাকেটের কাঁধে হাত রাখেন এবং কিছু বলেন, যা আইসিসির কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের শামিল। ম্যাচের ১৩তম ওভারে আকাশের বলে রিভার্স স্কুপ করতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন ডাকেট। এরপর আকাশ পিছন থেকে গিয়ে কাঁধে হাত রেখে কথা বলেন, যা মাঠে শারীরিক সংযোগের অনুচিত উদাহরণ।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড় কিংবা আম্পায়ারের সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংযোগ নিষিদ্ধ। যদিও ডাকেট এই মুহূর্তে শান্তভাবেই মাঠ ত্যাগ করেন, তবুও বিষয়টি বিতর্কিত।
এই দুই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে, ভারতের টেস্ট দলে চাপ ক্রমশ বেড়ে চলেছে। মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিতণ্ডা ও নিয়ম ভাঙার ঘটনা দলীয় মনোসংযোগ ও ডিসিপ্লিন নিয়ে প্রশ্ন তুলছে। আম্পায়ার এবং আইসিসি এই ঘটনাগুলোর ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News