ছবি সংগৃহীত
ঢালিউডের পরিচিত মুখ ইয়ামিন হক ববি। যদিও সিনেমা হলে এখন আর আগের মতো তার উপস্থিতি নেই, তবে সামাজিক মাধ্যমে তিনি বেশ সরব। তার ভক্ত-অনুসারীর সংখ্যাও কম নয়। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি সমুদ্রসৈকতে তোলা তার খোলামেলা ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিগুলোতে ববিকে দেখা গেছে খোলা চুলে, হালকা মেকআপে, আর বেশ সাহসী পোশাকে। অনেকে বলছেন, ববির এমন লুক ‘স্টাইলিশ’ ও ‘আত্মবিশ্বাসী’। তবে আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই ধরনের ছবির প্রয়োজনীয়তা ও সময়োপযোগিতা নিয়ে।
ভক্তদের প্রশংসা ও সমালোচনার মাঝেও আলোচনার কেন্দ্রবিন্দু ববি
ছবিগুলো প্রকাশের পর থেকে নানান ধরনের মন্তব্য আসতে শুরু করে। কেউ প্রশংসা করে বলেছেন,
আবার কেউ কেউ মন্তব্য করেছেন,
"এত খোলামেলা ফটোশুট কি প্রয়োজন ছিল?"
তবে এসব বিতর্কে একদমই অনাগ্রহী ববি। বরং তিনি নিজের মতো জীবন উপভোগ করছেন বলেই জানান তার ঘনিষ্ঠরা।
বর্তমানে ববি অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে, যেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, ভ্রমণ করছেন এবং ফিটনেস নিয়েও সচেতন রয়েছেন। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ঘেঁটে দেখা যায়, ববি নিয়মিতই জিমে যান এবং স্বাস্থ্যকর জীবনযাপন করেন।
ভক্তদের অনেকেই তার কাছে জানতে চান সৌন্দর্য রক্ষা ও ফিটনেস ধরে রাখার টিপস। ববি বরাবরই স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়ামের কথা বলে থাকেন।
চলচ্চিত্রে ববির সর্বশেষ কাজ ছিল ২০২৪ সালের ছবি ‘ময়ূরাক্ষী’, যেখানে তাকে ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে। এরপর আর নতুন কোনো ছবির ঘোষণা দেননি তিনি। তবে নানা সময় মিডিয়ায় আলোচনায় থেকেছেন ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনার জন্য।
এক পর্যায়ে নিজের কিছু ভুল এবং বিতর্কিত কর্মকাণ্ডও সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে অনেক পরিণত এবং সংবেদনশীল হয়ে উঠেছেন বলে মনে করেন বিনোদন অঙ্গনের অনেকেই।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News