ছবি সংগৃহীত
আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দুই তারকার এক আবেগঘন ও চমকপ্রদ মুহূর্ত উপস্থিত সকলের মন জয় করে নেয়।
সোমবার (৪ আগস্ট) জমকালো অনুষ্ঠানে সঞ্চালক রোহন যখন প্রশ্ন করেন—‘তারা কবে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন?’ তখন শুভশ্রী আড্ডায় বলেন, “আগে ব্লক করেছিল কে?” বিষয়টি শুনে প্রথমে নিরব থাকেন দেব।
কিন্তু পর মুহূর্তেই শুভশ্রী নিজে ফোন বের করে দেবকে ফলো করেন ইনস্টাগ্রামে। এরপর দেবও ফলো করে ফিরে দেন শুভশ্রীকে। এই মুহূর্তে দর্শকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এরপর মঞ্চেই দুই তারকা একসঙ্গে সেলফি তোলেন, যা দেব ইনস্টাগ্রামে শেয়ার করেন। দেব-শুভশ্রীকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ‘ধুমকেতু’র শুটিংয়ে। এরপর ব্যক্তিগত কারণে একসঙ্গে কাজ করা হয়নি, তবে দর্শকদের হৃদয়ে তাদের জুটি এখনও আলাদা মর্যাদা পোষণ করে।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, সংগীত পরিচালক অনুপম রায়, ঈশান মিত্রসহ আরো অনেকে। মঞ্চে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয়। অনুষ্ঠানে ‘ধুমকেতু’র নির্মাণ প্রক্রিয়া এবং পেছনের গল্প তুলে ধরা হয়।
অনুপম রায়ের সুরে ঈশান মিত্রের গান পরিবেশনা জমিয়ে তোলে অনুষ্ঠান। মুক্তির আগে ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ ছিল এক আবেগঘন ও জমজমাট মিলনমেলা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News