ছবি সংগৃহীত
নিউজিল্যান্ড ক্রিকেট দল চোটের দিক থেকে ক্রমেই সংকটে পড়ছে। জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে পিঠের চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ পেসার উইল ও’রুর্ক ছিটকে গেছেন।
সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেই পিঠে অস্বস্তি অনুভব করেছিলেন ও’রুর্কে। যদিও দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলবদ্ধ করা হয়েছিল, শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে তাকে সিরিজ থেকে বাইরে রাখা হয়েছে। তার স্থলাভিষেক হবে বেন লিস্টার, যিনি অকল্যান্ডের পেস বোলার।
এর আগে, একই টেস্ট থেকে পেটের পেশীর চোটে ছিটকে গিয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ। তার বদলে দলে সুযোগ পেয়েছেন নতুন অলরাউন্ডার জাকারি ফকস।
নিউজিল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম বলেন, "আমরা আশাবাদী ও’রুর্কের চোট গুরুতর নয়। তার সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রাথমিক লক্ষ্য। কারণ ওরুর্কে শুধু এই ছয় থেকে আট মাসের জন্য নয়, আগামী বছরের বড় বড় ট্যুরের জন্যও খুব গুরুত্বপূর্ণ।"
সিরিজের প্রথম টেস্টে বুলাওয়েতে ও’রুর্কে বল করেন ২৩ ওভার, যেখানে দ্বিতীয় ইনিংসে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন। তবে পিঠের সমস্যার কারণে ম্যাচের শেষ ভাগে তিনি খেলতে পারেননি।
এই ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে সম্ভবত জ্যাকব ডাফি অথবা ম্যাথু ফিশারের অভিষেক হতে পারে। বিশেষ করে ফিশার সম্প্রতি নেটে দুর্দান্ত বল করার মাধ্যমে কোচ রব ওয়াল্টারের নজর কাড়েন।
অন্যদিকে, অধিনায়ক টম লাথাম কাঁধের ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলেননি। দ্বিতীয় টেস্টে তার ফিরতি নির্ভর করছে ফিটনেস টেস্টে সফল হওয়ার ওপর। প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার।
শুক্রবার (৭ আগস্ট) থেকে বুলাওয়েতে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, যেখানে নিউজিল্যান্ড দল নিজেদের শক্তি ও অভিজ্ঞতার সঙ্গে জয় লাভের চেষ্টা করবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News