ছবি সংগৃহীত
বলিউডে ফের একবার খুশির খবর। ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আরবাজ খান। স্ত্রী সুরা খান বর্তমানে অন্তঃসত্ত্বা। এতদিন গুঞ্জনের স্তরে থাকলেও অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে এলেন আরবাজ। এই চিত্রই এখন বলিউড পাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
গতকাল রাত ছিল আরবাজ খানের জন্মদিনের আগের দিন। বিশেষ এই সন্ধ্যায় স্ত্রী সুরা খানের হাত ধরে সাংবাদিকদের সামনে পোজ দেন তিনি। প্রথমে সুরা খান কিছুটা সরে থাকলেও পরবর্তীতে স্বামীর হাত ধরে হাসিমুখে দাঁড়ান ক্যামেরার সামনে। আর সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়—খান পরিবারে নতুন অতিথি আসছে খুব শিগগিরই।
সুরা খান একজন পেশাদার রূপটান শিল্পী (মেকআপ আর্টিস্ট) এবং বলিউডে বেশ পরিচিত মুখ হলেও সবসময়ই ছিলেন পর্দার আড়ালে। আরবাজের সঙ্গে বিয়ের পর তারা ছিলেন ব্যক্তিগত জীবন নিয়ে একান্তে। সামাজিক মাধ্যমেও খুব একটা আলোচনায় আসেননি তারা। তবে এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে প্রকাশ্যে এসে যেন নিজের মুখেই খুশির খবরটি জানিয়ে দিলেন ‘দাবাং’ খ্যাত এই নির্মাতা।
উল্লেখযোগ্য বিষয় হলো, আরবাজ খান এর আগে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন অতিবাহিত করেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে—আরহান খান। ২০১৭ সালে মালাইকাকে ডিভোর্স দেওয়ার পর আরবাজ খান দীর্ঘদিন প্রেম করেন ইতালিয়ান মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়নি।
গত বছরই হঠাৎ করেই রূপটান শিল্পী সুরার সঙ্গে ঘর বাঁধেন আরবাজ। বিবাহ অনুষ্ঠানটি ছিল একান্ত ও ঘরোয়া পরিবেশে। এরপর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে থাকে, তাদের সংসারে নতুন অতিথি কি আসতে চলেছে? অবশেষে সব প্রশ্নের উত্তর মিলেছে আরবাজের মুখেই—একটা উষ্ণ হাসির মাধ্যমে।
পঞ্চাশ পেরিয়ে বাবা হওয়ার অভিজ্ঞতা কেমন হবে আরবাজ খানের জন্য? বলিউড বলছে, বয়স নয়, আবেগই বড় কথা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News