ছবি সংগৃহীত
বলিউড তারকাদের প্রতি ফের প্রাণনাশের হুমকি দিয়েছে ভারতের কুখ্যাত গ্যাংস্টার চক্র গোল্ডী ঢিল্লো ও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। সালমান খানের সঙ্গে কাজ করলে গুলি করে হত্যা করা হবে—এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে এক অডিও ক্লিপে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া অডিও বার্তায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলিউডের প্রযোজক-পরিচালক ও তারকাদের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, “যদি কেউ সালমান খানের সঙ্গে কাজ করেন, তবে তিনি নিজের মৃত্যুর কারণ হবেন। বড়-ছোট সব প্রযোজককে বলছি—সালমানকে নিয়ে কাজ করলে সরাসরি বুকে গুলি চালানো হতে পারে।”
তিনি আরও বলেন, “সালমানের সঙ্গে কেউ ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক রাখলে এবার আর সতর্কবার্তা নয়, সরাসরি মুম্বাইয়ের রাস্তায় একে-৪৭ চলবে।”
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) কানাডায় অবস্থিত বলিউডের জনপ্রিয় উপস্থাপক কপিল শর্মার ক্যাফেতে হামলা চালায় গ্যাংস্টাররা। সেখানে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গ্যাংটির দাবি, কপিল তার নেটফ্লিক্স শোর তৃতীয় সিজনের প্রথম পর্বে সালমানকে অতিথি হিসেবে ডেকেছিলেন, যা তাদের হামলার কারণ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকার মামলার পর থেকেই সালমান খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়। এর আগে একাধিকবার তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। এবার সেই হুমকির পরিধি ছড়িয়ে পড়েছে তার সঙ্গে যুক্ত অন্যান্য বলিউড তারকা ও প্রযোজকদের প্রতিও।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News