ছবি সংগৃহীত
ত্রিনিদাদে ওয়ানডে অভিষেকটা রূপকথার মতো রাঙালেন হাসান নাওয়াজ। চাপের মুখে অপরাজিত ফিফটি তুলে দলকে জেতালেন এবং জিতে নিলেন ম্যাচসেরার পুরস্কার।
শনিবার (৯ আগস্ট) সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা।
রান তাড়ায় নেমে ৩৭.২ ওভারে ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। তখনো জয়ের জন্য প্রয়োজন ছিল ১০১ রান। ক্রিজে ছিলেন অভিষিক্ত হাসান নাওয়াজ ও মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা হুসাইন তালাত। অনভিজ্ঞ হলেও দুজনের ব্যাটে ছিল পূর্ণ আত্মবিশ্বাস। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা।
হাসান নাওয়াজ ৫৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৩ রান করেন, আর হুসাইন তালাত ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন। এর আগে বাবর আজম (৪৭) ও মোহাম্মদ রিজওয়ান (৫৩) দলের ভিত্তি গড়ে দিয়েছিলেন।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। শাহিন ৮ ওভারে ৫১ রান দিয়ে নেন ৪ উইকেট, নাসিম সমান ওভারে ৫৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তাদের দুর্দান্ত বোলিংয়ে ৪৯ ওভারে ২৮০ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন এভিন লুইস, অধিনায়ক শাই হোপ করেন ৫৫ এবং রস্টন চেজ করেন ৫৩ রান।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী রোববার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠিত হবে। পাকিস্তান এগিয়ে যেতে চাইবে, আর ওয়েস্ট ইন্ডিজ চাইবে সমতা ফেরাতে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News