ছবি সংগৃহীত
জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “চিফ অ্যাডভাইজার যে তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো ধরনের অসুবিধা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।”
অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন উপলক্ষেই নয়, সারা বছরই অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, প্রতিদিনই অস্ত্র উদ্ধার করা হচ্ছে। নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আগামী নির্বাচনকে ঘিরে বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা দেখা দিতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সব ধরনের পদক্ষেপ নেব। শুধু নির্বাচনের সময় নয়, অন্য সময়ও যেন কোনো অস্ত্র দেশে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করা হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকে ঘিরে নানান প্রোপাগান্ডা সম্পর্কে তিনি বলেন, এখন বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা আছে। তবে শেষ পর্যন্ত জনগণই হবে মূল ফ্যাক্টর। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না।
সীমান্ত পরিস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ এবং জনগণও অত্যন্ত সচেতন। সীমান্তবর্তী জনগণ দেশের নিরাপত্তা রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News