ছবি সংগৃহীত
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ রোববার (২৩ আগস্ট) ঢাকায় আনা হয়েছে এবং বাসাবো বরদেশ্বরী শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
মুন্সীগঞ্জ থেকে বিকেলে সিদ্ধেশ্বরীর বাসায় আনা হয় মরদেহ। সন্ধ্যায় পরিবারের সদস্য, বন্ধু ও সাবেক সহকর্মীরা শ্মশানে ফুল দিয়ে তাকে শেষ বিদায় জানান।
এর আগে মুন্সীগঞ্জে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। শনিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং এর পর নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
সাংবাদিক মহল এবং এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিভুরঞ্জন সরকার দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার মৃত্যু সংবাদমাধ্যম ও সমাজে শূন্যতা সৃষ্টি করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News