ছবি সংগৃহীত
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন (৮৩) আর নেই। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর আলমগীর মহিউদ্দিনকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েক দিনের চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। তবে গত সপ্তাহে পুনরায় অসুস্থ হয়ে তিনি একই হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চিকিৎসকরা জানিয়েছেন, আলমগীর মহিউদ্দিনের দেহে খনিজের ভারসাম্যহীনতা ছিল। সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এবং পটাসিয়ামের মাত্রা তার দেহে অনিয়মিত ছিল। এছাড়া তিনি প্রস্রাবজনিত সমস্যা, শ্বাসকষ্ট এবং রক্তচাপের ওঠানামাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
নয়া দিগন্ত পত্রিকায় দীর্ঘদিন কর্মরত থাকা আলমগীর মহিউদ্দিন সাংবাদিকতার জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন দায়িত্বশীল ও সততার প্রতীক। তাঁর প্রয়াণে দেশের সাংবাদিক সমাজ শোকাহত।
পারিবারিক সূত্র জানায়, তিনি সৎ ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। শোকাহত পরিবার ও বন্ধুবান্ধব তাকে শেষ বিদায় জানিয়েছে।
তার প্রয়াণে সংবাদপত্র ও সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News