ছবি সংগৃহীত
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে বস্তির ভেতরে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানায়, দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর তারা পান। সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি কিছুটা বিলম্বে পৌঁছায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন এবং মাত্র ১৮ মিনিটের চেষ্টায় বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আর বড় আকার ধারণ করতে পারেনি।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News