ছবি সংগৃহীত
বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন।
আদালতের নির্দেশে কারাগারে যাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুল হক কিসলু, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম রাব্বি, জেলা যুবলীগের সদস্য আবদুল্লাহ আল মামুন মোল্লা, হুমায়ূন করীব পল্টু, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদ হোসেন জুয়েল, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুর বারী আসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক জিপি মো. মজিবুর রহমান, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন করীব, মো. ইমরান হোসেন ও মো. আমিরুল ইসলাম মিলন।
মামলার বিবরণে জানা যায়, এরা সবাই বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আসামি ছিলেন। উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জানান, “আজ যেসব আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে তারা সবাই এ মামলার চার্জশিটভুক্ত আসামি। জামিন শেষে আদালতে হাজির হলেও আদালত পুনরায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
এই মামলায় আদালতের সিদ্ধান্তকে ঘিরে বরগুনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News