ছবি সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এবার অভিযুক্ত হয়েছেন ওই অফিসের কানুনগো মিজানুর রহমান। অভিযোগ করেছেন দশমিনা উপজেলার বাসিন্দা গিয়াস উদ্দিন (৪০)।
গিয়াস উদ্দিন জানান, প্রায় এক মাস আগে তিনি কালাইয়া ইউনিয়নে একটি জমি ক্রয় করেন। জমির নামজারির আবেদন করার পর থেকে তিনি একাধিকবার উপজেলা ভূমি অফিসে গেলেও কোনো কাজ হয়নি। বরং তাকে ঘুষ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, কানুনগো মিজানুর রহমান তাকে সরাসরি বলেছেন—এই নামজারির কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত এসিল্যান্ড আমিনুল ইসলামকে টাকা দিতে হবে। ঘুষ না দেওয়ায় তার ফাইল দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কানুনগো মিজানুর রহমান। তিনি বলেন—“আমি কোনো টাকা দাবি করিনি। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে।”
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফোনেও কোনো সাড়া দেননি।
স্থানীয়দের অভিযোগ, বাউফল ভূমি অফিস দীর্ঘদিন ধরেই ঘুষ-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সাধারণ মানুষ ন্যায্য কাজের জন্য ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগীরা বিষয়টির স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News