ছবি সংগৃহীত
সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত বেলাল হোসেন মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে এবং তার বাড়ি ঘোড়াচড়া গ্রামে।
দুর্ঘটনা ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে। ক্ষুব্ধ স্থানীয়রা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন, যার ফলে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। আমরা দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তের জন্য তদন্ত শুরু করেছি।”
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর তারা দ্রুত প্রতিকার দাবি করে মহাসড়ক অবরোধে নেমেছেন। প্রশাসন এ সময় জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অব্যাহত নজরদারি রাখছে, যাতে আরও কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News