ছবি সংগৃহীত
বরিশালের মুলাদীতে মেয়ের মৃত্যুশোকে ভেঙে পড়া এক নারী মারা গেছেন। মৃতার নাম মরিয়ম বেগম (৬৫)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মরিয়ম বেগমের স্বামী লতিফ দুরানী জানিয়েছেন, গত ৩১ আগস্ট সকালে তাদের মেয়ে রেশমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের অন্যান্য সদস্য জামাতা আব্দুল লতিফ ব্যাপারী এবং নাতি সুমন ও সুজন কারাগারে থাকায় রেশমা দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন।
মেয়ের মৃত্যুর পর থেকে মরিয়ম বেগম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে শুধু কাঁদতে থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা এবং মানসিক চাপে মরিয়ম বেগম হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সংবাদে শোকাহত। তারা বলছেন, মেয়ের আকস্মিক মৃত্যু ও পরিবারের অন্যান্য পরিস্থিতির কারণে মা মরিয়ম বেগম মানসিক চাপে পড়েছিলেন, যা শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নিল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News