ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।
উল্লেখ্য, বহিষ্কারাদেশ জারি করা হয়েছে প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে। বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তিই হলো এই বহিষ্কার।
আলী হুসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী, শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আলী হুসেনের বিরুদ্ধে আনা অভিযোগটি যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে। কমিটি এই অভিযোগের প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় সতর্ক বার্তা দিয়েছে যে, সকল শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ও নৈতিক আচরণ বজায় রাখতে হবে। ছাত্রদের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ বা হুমকিমূলক আচরণ কঠোরভাবে দমন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News