ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:52 AM, 03 September 2025.
Digital Solutions Ltd

স্থগিতাদেশ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : ইসি স্পষ্ট করলেন

Publish : 06:52 AM, 03 September 2025.
স্থগিতাদেশ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : ইসি স্পষ্ট করলেন

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া সম্ভব কি না, তা সময়ের পর্যালোচনার বিষয়।

এমন নির্দেশনার ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত দল আওয়ামী লীগ দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না, যদি তাদের স্থগিতাদেশ প্রত্যাহার না হয়। ইসি সানাউল্লাহ বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র স্থাপন করবেন। এছাড়া, আদালত কর্তৃক ফেরারি ঘোষিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সরকারি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার থাকলে এবং লাভজনক পদে থাকলে প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ইসি বলেন, হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবেন। এছাড়া, প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। একক প্রার্থী থাকলে ব্যালেটে ‘না’ ভোট থাকবে। জোটবদ্ধভাবে নির্বাচন হলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে অংশ নেবেন।

নির্বাচন সংক্রান্ত অন্যান্য নির্দেশনায় ইভিএম ব্যবস্থার সব বিধান বাতিল, মিডিয়ার প্রতিনিধি ভোট গণনায় উপস্থিত থাকতে পারবেন। নির্বাচনী পোস্টার ব্যবহার বন্ধ, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে এবং তাদের প্রতীক সংরক্ষিত থাকবে।

ইসি বলেন, এসব নিয়ম ভোটের স্বচ্ছতা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য গ্রহণ করা হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল, মহাসড়কে যানজট শিরোনাম রাজবাড়ীর পদ্মা থেকে ধরা দুই বিশাল ইলিশ বিক্রি ১৬ হাজার টাকায় শিরোনাম ঝালকাঠি সদর হাসপাতালের ৬২ দিন ধরে এম্বুলেন্স সেবা বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে শিরোনাম শীঘ্রই আসছে কামরুল হাসান সোহাগের কথায় মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা শিরোনাম স্থগিতাদেশ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : ইসি স্পষ্ট করলেন শিরোনাম মুলাদীতে মেয়ের মৃত্যুশোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু