ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:18 AM, 31 August 2025.
Digital Solutions Ltd

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

Publish : 05:18 AM, 31 August 2025.
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পিন্টু (৩৪)। শনিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে থানার হিলভিউ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরেই পিন্টুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, “ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি আমাদের তদন্তাধীন রয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানিয়েছেন, নিহত পিন্টু আগেও কয়েকটি ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে বিবাদে জড়িত ছিলেন। তবে হত্যার সঠিক কারণ ও ঘটনার সঙ্গে যারা জড়িত, তা পুলিশ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি কামরুজ্জামান আরও বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে ঘটনার সব দিক খতিয়ে দেখছি। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করা হবে এবং আইনের আওতায় আনা হবে।”

চট্টগ্রামের এই ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। এলাকায় নিরাপত্তা বৃদ্ধি ও শান্তি বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল, মহাসড়কে যানজট শিরোনাম রাজবাড়ীর পদ্মা থেকে ধরা দুই বিশাল ইলিশ বিক্রি ১৬ হাজার টাকায় শিরোনাম ঝালকাঠি সদর হাসপাতালের ৬২ দিন ধরে এম্বুলেন্স সেবা বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে শিরোনাম শীঘ্রই আসছে কামরুল হাসান সোহাগের কথায় মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা শিরোনাম স্থগিতাদেশ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : ইসি স্পষ্ট করলেন শিরোনাম মুলাদীতে মেয়ের মৃত্যুশোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু