ছবি সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে। এতে মৎস্যজীবী ও ট্রলারচালকদের উপকূলের কাছে নিরাপদে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছিলেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই এলাকার মৎস্যজীবী ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
তবে আবহাওয়া সংস্থা জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিসের এই সতর্কবার্তার উদ্দেশ্য হলো নৌযান, মৎস্যজীবী ও উপকূলীয় এলাকায় থাকা মানুষদের নিরাপদে থাকার জন্য সচেতন করা। জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে, ঝড়ো হাওয়ার সময় সমুদ্র বা নদীতে যাত্রা এড়িয়ে চলার জন্য।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News