ছবি সংগৃহীত
সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সঙ্গে দেশে ১-২টি মৃদু তাপপ্রবাহও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে।
এ মাসে দেশের কোথাও কোথাও তিন থেকে পাঁচ দিন বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তরপূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরে প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। কৃষি আবহাওয়ার ক্ষেত্রে দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫-৭ ঘণ্টা থাকতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News