ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:59 AM, 02 September 2025.
Digital Solutions Ltd

পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর

Publish : 07:59 AM, 02 September 2025.
পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ে পাঁচজন চোর। এ ঘটনায় সোমবার রাতে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়। চোরদের কাছ থেকে উদ্ধার হওয়া গরুর মালিক মো. ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মঙ্গলবার সকালে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মো. সাইদুল বয়াতী (৩৫), কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মো. ফেরদাউস সিকদার (৩৫), পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের মুজাম্মেল হোসেন সিকদার (৪৮), কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মো. আবু কালাম আজাদ (৪১) ও কলাপাড়া পৌরসভার শ্রী সুভাষ বেপারী (৫৫)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে গবাদিপশু চুরি করছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজন ছাড়াও মামলায় পলাতক দুইজন এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর ২৪টি গরু উপজেলার জাহাজমারা চরে ছিল। সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে স্থানীয়রা দেখতে পান, কয়েকজন চোর ওই গরুগুলোর মধ্যে থেকে দুটি গরু ফাঁদ পেতে ধরে নিয়ে ট্রলারের দিকে নিয়ে যাচ্ছিল। স্থানীয়দের চিৎকারে কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের সহায়তায় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। একইসঙ্গে গরু ধরার ফাঁদও জব্দ করেছে পুলিশ।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, “মঙ্গলবার সকালে পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেছেন, পুলিশ কার্যক্রম চালিয়ে এই ধরনের চুরি প্রতিরোধ করবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে শিরোনাম উজিরপুরে লাইফ ইনস্যুরেন্সের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম নেছারাবাদে মসজিদ উন্নয়নের বরাদ্দের টাকা ইউপি মেম্বারের পকেটে শিরোনাম নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল ববি ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শিরোনাম পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর শিরোনাম মওলানা ভাসানী সেতুতে নিরাপত্তা জোরদার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন