ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:27 AM, 02 September 2025.
Digital Solutions Ltd

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

Publish : 08:27 AM, 02 September 2025.
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাংবাদিক নির্যাতনের মামলায় আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন।

এর আগে সকাল ১১টায় সুলতানা পারভীন জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন এবং স্থায়ী জামিনের আবেদন করেন। আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. বজলুর রশিদ ও আজিজার রহমান দুলু। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম। তিনি বলেন, “আদালতের রায়ের প্রতি সম্মান জানাই। আমাদের পক্ষ থেকে জামিন নামঞ্জুর হওয়ার বিষয়ে কোনো মন্তব্য নেই।”

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার বাসায় অভিযান চালিয়ে চোখ বেঁধে তুলে নেয়া হয়। তাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং ডিসি অফিসে নির্মমভাবে নির্যাতন করা হয়। ওই সময় জেলা প্রশাসনের আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ঘটনাস্থলে ছিলেন।

পরবর্তীতে আরিফের বিরুদ্ধে মদ ও গাঁজা রাখার অভিযোগ এনে রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। জামিন পেয়ে সাংবাদিক আরিফুল ইসলাম রিগান মামলা দায়ের করেন। হাইকোর্ট থেকে তিনি সাময়িক জামিন পেয়েও স্থায়ী জামিনের জন্য মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুলতানা পারভীনকে এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় আদালতের সামনের এলাকাকে ঘিরে রেখেছিল। স্থানীয়রা বলেন, মামলার প্রক্রিয়া অনুসারে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে শিরোনাম উজিরপুরে লাইফ ইনস্যুরেন্সের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম নেছারাবাদে মসজিদ উন্নয়নের বরাদ্দের টাকা ইউপি মেম্বারের পকেটে শিরোনাম নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল ববি ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শিরোনাম পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর শিরোনাম মওলানা ভাসানী সেতুতে নিরাপত্তা জোরদার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন