ছবি সংগৃহীত
পাবনার ফরিদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে সোহেল রানা (২৮), তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তাদের সাত বছরের শিশু কন্যা সুমাইয়া।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে করে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ বাড়ি চাটমোহরে ফিরছিলেন। পথে ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা আউলিয়া খাতুন ও মেয়ে সুমাইয়া নিহত হন। গুরুতর আহত সোহেল রানাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্যে, সড়কটিতে অতিরিক্ত গতির যানবাহনের চাপ অনেকদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। একসঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News