ছবি সংগৃহীত
মেহেরপুরের কালিগাংনী গ্রামে বিএনপির দু'পক্ষের সমর্থকদের বাগবিতণ্ডার সময় মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে।
ঘটনা ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গ্রামটির ঘোনারমোড় এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এক চা দোকানে ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কিল-ঘুষি শুরু হয় এবং মফেজ আলীও এতে যুক্ত হন। সাবদার আলী মফেজের বুকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। আটককৃতরা হলেন:
প্রবাসফেরত জিনারুল ইসলাম (শুকুর আলীর ছেলে)
সাবদার আলী
হাসানুজ্জামান (সাবদার আলীর ছেলে)
নিহতের বাবা জামাল আলী জানিয়েছেন, “আমার ছেলেকে কেউ আঘাত করেনি। সে কিল-ঘুষির মাঝে পড়ে মারা গেছে।”
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাব গ্রামে অবস্থান করছে।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতি মনিটর করছে এবং ভবিষ্যতে আরও সংঘর্ষ এড়ানোর জন্য সতর্কবার্তা জারি করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News