ছবি সংগৃহীত
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মাঠ কর্মী কনক বাড়ৈকে অভিযুক্ত করে অভিযোগ উঠেছে, তিনি শত শত গ্রাহকের কাছ থেকে কোটি টাকার সঞ্চয় হাতিয়ে নিয়ে বর্তমানে লাপাত্তা রয়েছেন।
উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের গ্রাহকরা অভিযোগ করেছেন, কনক বাড়ৈ এবং তার পরিচিতরা স্থানীয় ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে রয়েছেন জামাল কারীর স্ত্রী পারভীন বেগম, সেলিম বেপারীর স্ত্রী শাহিদা বেগম, রিপন বাড়ৈর স্ত্রী ইতি, মোশারফ বেপারীর ছেলে রুবেল বেপারী, হেমায়েত মোল্লার স্ত্রী মোরশেদা বেগম, রহিম আকনের সন্তানরা, বাবুল ও হাওলাদার পরিবারের সদস্যরা সহ শত শত গ্রাহক।
স্থানীয়রা জানান, মাসিক সঞ্চয়ের নামে এককালীন টাকা হাতিয়ে নেওয়া হয়। বিশেষ করে ইতি হালদারের কাছ থেকে ২০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। গ্রাহকদের অভিযোগ, রিসিভ কপি না দিয়ে ধোঁকা দেওয়া হয়েছে, যার ফলে তারা স্বর্ণ জীবনের সঞ্চয় হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
একাধিক পরিবার এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে তারা জানিয়েছেন, টাকা ফেরত না পেলে জীবন শেষ করারও পথ বেছে নেবেন।
অভিযুক্ত কনক বাড়ৈ বর্তমানে পালিয়ে রয়েছেন। প্রশাসন এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের ম্যানেজার মাহাবুব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “কনক বাড়ৈকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং গ্রাহকদের সঞ্চয় ফেরত দিতে হবে।”
ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং উচ্চ পর্যায়ের দৃষ্টি কামনা করছেন, যাতে ভবিষ্যতে এমন প্রতারণা প্রতিরোধ করা যায়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News