ছবি সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে আহতদের খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে গেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় তিনি হাসপাতালে পৌঁছান।
পরিদর্শনের সময় ধর্ম উপদেষ্টা আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি তাদের আশ্বস্ত করেন যে, আহতদের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং সংঘর্ষের প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে। এছাড়া, চমেক হাসপাতালের চিকিৎসকদের আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে এই ধরনের সংঘর্ষ খুবই অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার সুযোগে কোনো দুষ্কৃতকারীর নতুন চক্রান্ত বাস্তবায়িত হতে দেওয়া হবে না।” তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের আইন-শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।
পরিদর্শনে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফিন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা বর্তমানে দু-দিনের সরকারি সফরে চট্টগ্রামে অবস্থান করছেন। তার এই পদক্ষেপ আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে মানসিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News