ছবি সংগৃহীত
চিলমারী-সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে নিরাপত্তা জোরদারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেতুটি উদ্বোধনের মাত্র ১২ দিন পরই এ উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।
সম্প্রতি সেতু-সংলগ্ন এলাকায় কয়েকটি অপ্রীতিকর ঘটনার কারণে জননিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
পুলিশ সূত্র জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) থেকে সেতু প্রকল্পের দক্ষিণ প্রান্তে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অফিসে অস্থায়ী ক্যাম্প চালু হয়। এখানে প্রতিদিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন মোট ১৬ জন পুলিশ সদস্য। এর মধ্যে রয়েছেন ১ জন এসআই, ২ জন এএসআই এবং ১৩ জন কনস্টেবল। তারা সেতু এলাকায় টহল, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছেন যাতে কোনো ধরনের চুরি, ছিনতাই বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে না পারে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “সেতুটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন।”
এদিকে সেতু ব্যবহারকারীরা পুলিশ ক্যাম্প স্থাপনকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এলাকাবাসী আতঙ্কে ছিলেন। এখন পুলিশ টহল ও উপস্থিতির কারণে রাতের বেলাতেও নিশ্চিন্তে চলাচল করা যাচ্ছে।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন। ১৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯২৫ কোটি টাকা। বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে এবং এলজিইডির বাস্তবায়নে সেতুটি নির্মিত হয়। মোট ৩১টি স্প্যানের এই সেতুর সঙ্গে সংযোগ সড়ক ও নদীশাসনসহ প্রকল্পে প্রায় ১৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News