ছবি সংগৃহীত
ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এক দফা এক দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলার বিভিন্ন উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি— এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন— এখনো পূরণ হয়নি। এর ফলে শিক্ষক সমাজ বঞ্চনার শিকার হচ্ছেন এবং পেশাগত উন্নয়নে পিছিয়ে পড়ছেন।
বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন জরুরি। তারা আরও জানান, এ দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
অংশগ্রহণকারী শিক্ষকরা অভিযোগ করে বলেন, নীতিগতভাবে স্বীকৃতি না পেলে শিক্ষকতার পেশায় নতুন প্রজন্মের অনাগ্রহ তৈরি হবে, যা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর। তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে সরকারের প্রতি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
স্থানীয় শিক্ষক সমাজের দাবি— চারস্তরীয় একাডেমিক পদসোপান শুধু সহকারী শিক্ষকদের পেশাগত উন্নয়নের পথ খুলে দেবে না, বরং সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়নেও সহায়ক হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News