ছবি সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও মামলা করতে পারেনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত হাটহাজারী থানায় কোনো মামলা রেকর্ড হয়নি।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি এজাহার জমা দিয়েছেন। তবে এতে সুনির্দিষ্ট কোনো বাদীর নাম উল্লেখ করা হয়নি। প্রাথমিকভাবে আবেদনকারী হিসেবে প্রক্টরিয়াল বডির নাম উল্লেখ করা হয়েছে। থানা থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট বাদী ছাড়া মামলা রেকর্ড করা সম্ভব নয়। এ কারণে এজাহার সংশোধন করতে বলা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে আর এজাহার জমা দেননি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত) আবদুর রহিম জানিয়েছেন, সোমবার তারা হাটহাজারী থানায় মামলার সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। মঙ্গলবার অভিযুক্তদের তথ্য, প্রমাণ ও আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে মামলা করা হবে।
ঘটনার সূত্রপাত গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রবিবার বেলা ৪টা পর্যন্ত। সংঘর্ষে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। চবি মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার ডা. ফারহানা ইয়াসমিন বলেন, আহতদের মধ্যে ৫০০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী ১০ জন। শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত ও রক্ত জমে থাকা শিক্ষার্থীর তথ্যও পাওয়া গেছে।
উপ-উপাচার্য ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের হাতে ছিল রড, পাইপ, কাঠের লাঠি ও পাথর; স্থানীয়দের হাতে ছিল রামদা, রড ও পাইপ। সংঘর্ষ প্রধান গেট সংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং গ্রামাঞ্চলের অলিগলিতে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের ফলে চবির পার্শ্ববর্তী গ্রামে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে জোবরা গ্রামে একাধিক বাড়িঘর, দোকানপাট ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। কোথাও কোথাও অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে।
এছাড়া দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন, একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার ১৪৪ ধারা জারি করা হয় এবং মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News