ছবি সংগৃহীত
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকাল পৌনে ৬টার দিকে হঠাৎ করেই চান্দনা চৌরাস্তার মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তেই তা পাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ভোগরা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। সর্বমোট পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাঁচটি ইউনিটের চেষ্টা সফল হয়। তবে এখনো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রা দ্রুত তদন্ত করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News