ছবি সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক মাদরাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম আলী হোসেন (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে নগরকান্দা উপজেলা সদরের ছাগলদী দক্ষিণপাড়া দরগাভিটা জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়। আলী হোসেন মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাশের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের পাশে আসা এক শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের শয়নকক্ষে নিয়ে গেলে তিনি শিশুটিকে বলাৎকারের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পরে আলী হোসেন শিশুটিকে আট হাজার টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার প্রস্তাব দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, আলী হোসেন তাকে ডেকে নিয়ে জামা-কাপড় খুলে ফেলার চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে রক্ষা করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম নিশ্চিত করেছেন, বলাৎকারের চেষ্টার অভিযোগে আলী হোসেনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News