ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:54 AM, 07 September 2025.
Digital Solutions Ltd

ফটিকছড়িতে ড্রেজারে দিয়ে বালু উত্তোলন, নদীগর্ভে শতবর্ষী কবরস্থান

Publish : 07:54 AM, 07 September 2025.
ফটিকছড়িতে ড্রেজারে দিয়ে বালু উত্তোলন, নদীগর্ভে শতবর্ষী কবরস্থান

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙনের ফলে কাঞ্চননগর ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো পারিবারিক কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, এই কবরস্থানে শায়িত আছেন খ্যাতিমান আলেম মাওলানা রহমত উল্লাহ (শা.)-এর বংশধর মাওলানা অছিউদ্দিনসহ একাধিক প্রজন্মের মানুষ। শুধু চরপাড়া নয়, পাশের পল্লানপাড়ার আরেকটি প্রাচীন কবরস্থানও ভাঙনের মুখে।

৬৫ বছর বয়সী শফিউল আজম বলেন, “চোখের সামনে পূর্বপুরুষদের কবর নদীর স্রোতে ভেঙে যাচ্ছে। ওরা যত্রতত্র ড্রেজার বসিয়ে বালু তুলছে। এখন কবরগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে।” স্থানীয় রফিকুল আলমের আক্ষেপ, “আমাদের দাদা-পরদাদারা এখানে শায়িত আছেন। এগুলো হারিয়ে যেতে দেখা অসহনীয় কষ্টের।”

গ্রামের লোকজন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় থেকেই ধুরুং খালের অন্তত চারটি স্থানে অবৈধভাবে ড্রেজার বসানো হয়েছে। ফলে নদীর খরস্রোতা বেড়ে গিয়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু কবরস্থানই নয়, ফসলি জমি ও বসতভিটাও নদীতে হারিয়ে যাচ্ছে।

এ বিষয়ে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, “ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের খবর আমরা জেনেছি। শিগগিরই অভিযান চালানো হবে। শতবর্ষী কবরস্থান হুমকির মুখে পড়েছে, সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবে।”

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সোহাগ তালুকদার বলেন, “অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পাল্টে যাচ্ছে। এতে ভাঙন বাড়ছে। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য টেকসই বাঁধ নির্মাণ ছাড়া বিকল্প নেই।”

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া সতর্ক করে বলেন, “ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন শুধু ভাঙনই বাড়াচ্ছে না, এটি নদীর প্রতিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি।”

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজাম্মেল হক চৌধুরী জানান, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ড্রেজার নিয়ন্ত্রণ ও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। কবরস্থানসহ মানুষের বসতভিটা ও খালের বেড়িবাঁধ রক্ষা করা আমাদের দায়িত্ব।”

অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলেও স্থানীয়রা আশঙ্কা করছেন, কার্যকর নজরদারি ছাড়া ঐতিহাসিক এই কবরস্থান এবং পার্শ্ববর্তী গ্রামগুলো নদীর ভাঙনে চিরতরে হারিয়ে যাবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফেব্রুয়ারির নির্বাচনে বাধা দেওয়ার কোনো শক্তি পৃথিবীতে নেই: শফিকুল আলম শিরোনাম পটুয়াখালীর দুমকিতে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম পিরোজপুর পৌরসভার ড্রেনতো নয়, যেন ময়লার ভাগাড় শিরোনাম বরিশাল ক্যান্সার হাসপাতাল: দুই দফা মেয়াদ বাড়িয়েও চালু হয়নি নতুন ভবন শিরোনাম ফটিকছড়িতে ড্রেজারে দিয়ে বালু উত্তোলন, নদীগর্ভে শতবর্ষী কবরস্থান শিরোনাম ফরিদপুরে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা: ইমাম গ্রেপ্তার