ছবি সংগৃহীত
টাঙ্গাইল শহরের কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে দুর্বৃত্তরা ঢিল নিক্ষেপ করে ভাঙচুর করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর থানার আওতায় সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০-১৫ জন মুখোশধারী ব্যক্তি বাসভবনে ঢিল নিক্ষেপ করে কাদের সিদ্দিকীর গাড়ি ও দোতালার চারটি জানালার গ্লাস ভাঙে। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর থেকে পুরো রাত পুলিশ বাসভবনের চারপাশে পাহারা দিয়ে নিরাপত্তা জোরদার করে। ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানায়, বাসভবনের সামনের অংশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ওসি তানভীর আহমেদ আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিতভাবে করা একটি হামলা। তদন্ত চলছে, এবং দ্রুত ঘটনার মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বাসভবনের মালিক ও প্রতিবেশীরা নিরাপত্তা ও সতর্কতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News