ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:22 AM, 07 September 2025.
Digital Solutions Ltd

১০২ বছরের বৃদ্ধের মুখে ফের ‘দুধের দাঁত’, গ্রামে জাঁকজমক মহাভোজ

Publish : 12:22 AM, 07 September 2025.
১০২ বছরের বৃদ্ধের মুখে ফের ‘দুধের দাঁত’, গ্রামে জাঁকজমক মহাভোজ

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহারের বড় হলদিবাড়ি গ্রামের নৃপেন্দ্র বর্মণের বাড়িতে ভিন্নধর্মী উৎসবের হইচই শুরু হয়েছে। ১০২ বছরের এই বৃদ্ধের মুখে ফের ‘দুধের দাঁত’ গজানোর খুশির খবরের পর পুরো পরিবার ও গ্রামে আনন্দের ঢেউ বয়ে গেছে।

নৃপেন্দ্র বর্মণ তিন প্রজন্মের পরিবার নিয়ে বসবাস করেন। তার তিন ছেলে, চার মেয়ে এবং নাতি-নাতনির সংখ্যা ৩৪। বয়সের ভারে অনেক দাঁত ইতিমধ্যেই পড়ে গিয়েছিল। সম্প্রতি পরিবারের নাতি-নাতনিরা লক্ষ্য করেন, বৃদ্ধের মুখের মাড়ি ফুঁড়ে ধবধবে সাদা তিনটি নতুন ‘দুধের দাত’ গজিয়েছে।

এর পরে পরিবার ঠিক করে নৃপেন্দ্র বর্মণের জন্য বিশেষ ‘অন্নপ্রাশন’ অনুষ্ঠান আয়োজন করা হবে। শুক্রবার এই অনুষ্ঠান জাঁকজমকভাবে সম্পন্ন হয়। গ্রামবাসী ছাড়াও হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু ভুটিয়া, সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ও স্থানীয়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলেই বৃদ্ধ নৃপেন্দ্র বর্মণের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

বৃদ্ধ নৃপেন্দ্র বর্মণ এখনও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে সক্ষম। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং তারপরে থেকেই বর্তমান এলাকায় বসবাস করছেন। অন্নপ্রাশন অনুষ্ঠানে নৃপেন্দ্র বর্মণ নিজেকে লজ্জিত বোধ করলেও, গালভরা হাসি আর আনন্দের ছাপ তার মুখে ফুটে উঠেছিল।

এই ঘটনা স্থানীয়ভাবে এক অনন্য এবং মধুর উৎসবের মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বৃদ্ধের স্বাভাবিক জীবনধারা এবং পরিবারিক আনন্দ গ্রামের মানুষকে উৎসাহিত করেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফেব্রুয়ারির নির্বাচনে বাধা দেওয়ার কোনো শক্তি পৃথিবীতে নেই: শফিকুল আলম শিরোনাম পটুয়াখালীর দুমকিতে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম পিরোজপুর পৌরসভার ড্রেনতো নয়, যেন ময়লার ভাগাড় শিরোনাম বরিশাল ক্যান্সার হাসপাতাল: দুই দফা মেয়াদ বাড়িয়েও চালু হয়নি নতুন ভবন শিরোনাম ফটিকছড়িতে ড্রেজারে দিয়ে বালু উত্তোলন, নদীগর্ভে শতবর্ষী কবরস্থান শিরোনাম ফরিদপুরে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা: ইমাম গ্রেপ্তার